মোংলায় আর্ন্তজাতিক নারী দিবসে র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৮ - ১৬:১৬

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় আর্ন্তজাতিক নারী দিবস’১৮ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা ও সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এনিজওসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।