আবু হোসাইন সুমন, মোংলা : বন বিভাগের রাজস্ব ফাকি দিয়ে বেআইনিভাবে কাকড়া পরিবহণের অভিযোগে মোংলার সুন্দরবনের পশুর নদী এলাকা থেকে ট্রলারসহ ৪৬ মণ কাকড়া ও ৫০ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোলিং টিম। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান ও স্মার্ট পেট্রোলিং টিম চাদপাই-০১ এর টিম লিডার মো: মিজানুর রহমান মোল্লা জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) পশুর নদীর মরাপশুর এলাকায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টহলরত স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা একটি ট্রলার দ্রুত চালিয়ে যাওয়ার সময় সন্দেহবশত ওই ট্রলারটির গতিরোধ করে। পরে ওই ট্রলারটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬ মণ ছোট-বড়-মাঝারি কাকড়া জব্দ করা হয়। ফরেস্টার মিজানুর রহমান মোল্লা বলেন, আটক জেলেদের কাছে বন বিভাগের দেয়া কাকড়া আহরণের পাস-পারমিট (অনুমোদন পত্র) থাকলে নিয়ম না মেনে ছোট ছোট কাকড়া আহরণ ও বন বিভাগের অনুমতি ছাড়া কাকড়া পরিবহণ করায় তাদেরকে কাকড়ার ট্রলারসহ আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী ২শ গ্রাম ওজনের পুরুষ ও ১শ ৩০ গ্রামর ওজনের নারী কাকড়া আহরণের শর্ত থাকলেও তারা ছোট ছোট কাকড়াও শিকার করে বন আইন লঙ্গন করেছে। এ বিষয়ে বন বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।