কবি সিকান্দার আবু জাফর মেলা শুরু

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ১২:৫৯

তালা : “তুমি আমার বাংলার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো” প্রখ্যাত ‘বাংলা ছাড়ো’ কবিতার জনক কবি সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মেলা শুরু হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে শুক্রবার ৯ মার্চ সন্ধ্যায় কবি সেকেন্দার আবু জাফরের পৈত্রিক ভিটা তেঁতুলিয়া হাশেমী বাড়ি সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
মেলা উদযাপন কমিটি সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটন পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপা আতিকুল হক, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুু, তালা সদর চেয়ারম্যান সরদার জাকির হোসেন,সাংবাদিক সৈয়দ জুনায়েদ আকবর’র প্রমুখ।
উল্লেখ্য, কবি সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলা তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, গীতিকার হিসাবে খ্যাতি অর্জন করেন। ৭ মার্চ ১৯৭১’এ তার নিজের সম্পাদিত সমকাল পত্রিকায় প্রকাশিত তাঁর “বাংলা ছাড়ো” কবিতা এবং পরবর্তিতে “আমাদের সংগ্রাম চলবেই” গান সহ একাধিক কবিতা ও গান স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরনা যোগায়।