রামপালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ১৩:৩৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ”- এই প্রতিপাদ্য বিষয়ের উপর রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও রামপাল এপি,ওয়ার্ল্ড ভিশনের সহয়োগিতায় শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকুল হালিম এর সভাপতিত্বে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়, র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, বিশেষ অতিথির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা পরিতোষ ঘোষ, উপজেলা প্রকেীশলী মোঃ গোলজার হোসেন, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষ্ণা রানী দে, বৃষ্টি বালা, উজ্জল প্রমুখ।