মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : “জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ ইং পালিত হয়েছে। দিবস’টি পালনে শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উক্ত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (ত্রাণ) উজ্জল মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মহিদুল কবির, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা, শিক্ষক শেখ সফিউল্লাহ ও দেবাশীষ কুমার মন্ডল প্রমূখ।