রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকাল ৩টায় রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর নবনির্মিত ভবন উদ্ভোধন করেন। রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম (অতিরিক্ত) এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব জামিল হাসান জামু, অধ্যক্ষ (অবঃ) শেখ মোতাহার রহমান, অধ্যক্ষ (অবঃ) শেখ মোতাহার রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্বেচ্চাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন ও সাধারন সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদি স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।