রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের সগুনা মাধ্যমিক বিদ্যালয় সবুজ চত্ত্বরে সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব আয়োজিত ও ভিএসও এর সহযোগীতায় কৃষি উন্নয়ন মেলার উদ্ভোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আঃ খালেক। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাইনতলা ইউ.পি চেয়ারম্যান ফকির আব্দুল্যাহ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি অমিত পাল। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কৃষি মেলার মাধ্যমে কৃষি বিষয়ক নানা তথ্য এলাকার জনগণ জানবে। ফসলে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এনে জৈব সার ব্যবহার করলে শরীর রোগমুক্ত থাকবে যা আজ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। বিদেশের উদাহরণ দিয়ে বলেন বাইরের দেশে প্রত্যেকে নানান কর্মত্রে সংযুক্ত থাকলেও তাদের প্রায় প্রত্যেকরই নিজস্ব কৃষিতে আবাদ রয়েছে। আমাদের দেশের গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকরই নিজস্ব জমি আছে। এসব জমিতে যদি সবজি উৎপাদন করা হয়। তবে কিটনাশক মুক্ত সবজী উৎপাদন করে নিজেরদর চাহিদা মেটানো সম্ভব। এ সময় তিনি বর্তমান সরকারের কৃষিতে বিভিন্ন উন্নয়ন ও তুলে ধরেন। মেলায় ১২ টি বিভিন্ন কৃষি প্রর্দশনী স্টল নিয়ে অংশ নেয় রনসেন সমাজ কল্যান যুব সংঘ,শাপলা যুব সংঘ সহ ৬ টি সংগঠন। কৃষি উন্নয়ন মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য অসিত বরণ কুন্ডু, উজলকুড় ইউ.পি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা জহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, ইউ.পি সদস্য শেখ মাহাবুবুর রহমান, উত্তরণের প্রকল্প পরিচালক গৌতম বিশ্বাস, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশা, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত পাল, মঞ্জু রানী পাল।