মোংলা প্রতিনিধি : ঢাকার নারায়ণগঞ্জ থেকে মোংলায় বন্ধুর বাড়ীতে বেড়াতে আসা কয়েক যুবক স্থানীয় দুর্বৃত্তদের হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, মোংলার চাদপাই ইউনিয়নের উত্তর চাদপাই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মহিদুল শেখ (২৪) নারায়ণগঞ্জের একটি গার্মেন্টেসে চাকরি করেন। মহিদুল তার নারায়ণগঞ্জের সহকর্মী বন্ধু আরিফ হোসেন (২৫), তানভীর (২৪), রাজিব (২৬) ও রাকেশ (২৬) কে সঙ্গে নিয়ে বুধবার বাড়ীতে বেড়াতে আসেন। বুধবার রাতে বাড়ীর সামনের ফাকা বিলে (মাঠে) বসে গল্প (আড্ডা) দিচ্ছিল। এ সময় স্থানীয় যুবক ওবায়দুল শেখ (৩০), নুর সাইদ (৩২) ও মাসুদ (২৬) তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করার পাশাপাশি মহিদুলের বন্ধুদের কাছে থাকা ৫টি মোবাইল ফোন ও ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে মহিদুল বলেন, তিনি তার সহকর্মী বন্ধুদের নিয়ে বাড়ীর সামনে মাঠে আড্ডা দিচ্ছিল তখন মাসুদের নেতৃত্বে কয়েকজন যুবক তাদের উপর হামলা চালিয়ে মোবাইল ও নগদ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বর মো: মতি মিমাংসার দায়িত্ব নিয়েছেন। মাসুদ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি বলেও জানান মহিদুল। এ ঘটনায় মাসুদ বলেন, কয়েকজন অপরিচিত লোক মাঠে বসে নেশা করছে এমন খবর পেয়ে আমরা ওইখানে যাই। পরে তাদেরকে ধরে আমরা স্থানীয় মতি মেম্বরের কাছে দিই। স্থানীয় ইউপি মেম্বর মো: মতিয়ার রহমান মতি বলেছেন, এ বিষয় নিয়ে শুক্রবার সকালে বসাবসি হবে।