দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর খুলনা সার্জিকাল হাসপাতালে গৃহবধু রেক্সনার অকাল মৃত্যু হওয়ায় চালনা পৌরসভার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় বিতরনকৃত লিফলেটের একটি অংশে ডাক্তারের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদী, তার সহচর বৃন্দের ভন্ডামি এবং সঙ্গদান, তাকে দীর্ঘদিন আগেই লক্ষ্যভ্রষ্ট করেছে এমন উক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদর চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পৌরসভার সকল মন্দিরের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৈদ্য খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ রায়, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি সনত কুমার বিশ্বাস, মদন মোহন রায়, ডাঃ গুরুদাস রায়, শিবপদ পোদ্দার, অধ্যক্ষ দিবাকর রায়, নিতাই বাছাড়, মোহনলাল সাহা, গোবিন্দ বিশ্বাস, অমরেশ ঢালী, পরিতোষ বিশ্বাস, বিধান চন্দ্র সরদার, পিটার বিশ্বাস, কাউন্সিলর দেবাশীষ ঢালী, অসিত চক্রবর্তী, ভবেন্দ্র নাথ রায়, সনত কুমার হুই বাচ্চু, কৃষ্ণদাস বিশ্বাস, তপন তরফদার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক চয়ন সাহা প্রমুখ।