রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে, রামপাল সুন্দরবন মহিলা কলেজে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রামপাল সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, কলেজ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোল্ল্যা গোলাম ইয়াছিন, প্রভাষক গৌতম রায়, প্রভাষক অশোক ইজেদ্দার, প্রভাষক হিরন চন্দ্র দাস, শিউলি প্রমুখ।