বাগেরহাট অফিস : বাগেরহাটের ফকিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি গোডাউন ও বসতঘর পুড়ে সম্পূন্ন ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১২লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার সকালে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে। স্থানীয়রা জানান, উক্ত গামের জাহাংগীর হোসেনের বসতঘরের এক পার্শ্বে বড় একটি গোডাউন তিনি একই গ্রামের সঞ্জয় দেবনাথ এর কাছে ভাড়া দেন। যেখানে সঞ্জয় দেবনাথ ফ্যাস্ট ফুডের বিপুল পরিমানে মালামাল রাখতেন। অন্য ঘরে বাড়ীর মালিক ও তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন সকালে বিদ্যুতের সটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান সমগ্র গোডাউন ও বসত ঘরে ছড়িয়ে পড়লে বিপুল পরিমানে মালামাল সম্পূন্ন পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে গোডাউন মালিকের ১০লক্ষ টাকা ও বাড়ির মালিকের ২লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও তাঁরা দাবী করেন। অগ্নিকান্ডের খবর পেলে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস এর একটি দল ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।