রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা প্রতিবন্ধি (৫৫) নিহত হয়েছে। এ বিষয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩, তারিখ ২.০৪.২০১৮। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টায় রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের সামনে খুলনা মংলা মহাসড়কে জিরো পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে । মানসিক প্রতিবন্ধী ওই মহিলা তাপবিদ্যুত কেন্দ্রের সামনে খুলনা মংলা মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় মংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়। রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন জানান, পুলিশ সোমবার বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছে। ঘাতক বাসটিকে সনাক্তকরনে অভিযান চলছে। নিহতের নাম এবং বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।