রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের উজলকুড় ইউনিয়নের ধলদাহ পারগোবিন্দপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ কমিটির সহ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে তাই হিন্দুরা নির্বিঘে্ন সমস্ত ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে, হিন্দুরা যাতে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা রয়েছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি আবারও নৌকায় ভোট দিতে আহব্বান জানান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহানামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতি প্রভাস চন্দ্র কুন্ডু, সাধারন সম্পাদক মনোজ কুমার কুন্ডু, সদস্য বিপ্রদাস কুন্ডু, গোবিন্দ কুন্ডু,গোপাল কুন্ডু, তুষার কুন্ডু,খুলনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিরাজুল ইসলাম,আপ্যায়ন সম্পাদক শেখ মোঃ রাসেল, ছাত্রনেতা প্রশান্ত, মিঠুন, শরিফুল, মামুন, তাজমুল সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ।