ঠাকুরগাঁও প্রতিনিধি : আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগান কে সামনে রেখে শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটখোচাবাড়ী নামক স্থানে “জার্মান – বাংলা মৈত্রী ” ডোমিনো স্কুল বাংলাদেশের উদ্যোগে নতুন ক্যাম্পাসের অফিসিয়াল শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির প্রথম পর্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়। ফরহাদ উল করিম ,ডোমিনো স্কুল বাংলাদেশ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড .লুদগা ফাস্ট (বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর হাইডেলবার্গ ইউনিভার্সিটি, জার্মানি), ড.উলি ফাস্ট (প্রফেসর হাইডেলবার্গ ইউনিভার্সিটি, জার্মানি), ড:রোলান্ড টিলে (চেয়ারম্যান ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি), ফ্রিচ স্যুলার(পরিচালক ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি), এ্য্যলফ্রিডে স্যুলার (সচিব,ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি। গ্যাথরুদ স্টেডলার (সদস্য, ডোমিনো ফাউন্ডেশন, জার্মানি) , রেইমুন্ড স্টেইন (সদস্য ডোমিনো ফাউন্ডেশন জার্মানি) সুদান শিকদার (চেয়ারম্যান প্রাইম, ডেভলপমেন্ট, ট্রাস্ট, বাংলাদেশ)। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, শাহাদাত হোসেন, ডেইলি সান পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ আরো অনেকে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন,স্কুল ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।