মোংলা প্রতিনিধি : দৈনিক আমার একুশ ও দৈনিক প্রতিদিনের সংবাদ’র মোংলা প্রতিনিধি মো: এনামুল হকের শ্বশুর আ: গফফার হাওলাদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আ: গফফার সোমবার সকাল ১০টার দিকে মোংলার দিগরাজ এলাকায় বড় ছেলে মাহাতাব হাওলাদারের বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকেলে আসরের নামাজের পর মরহুমের জানাযা শেষে শরণখোলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের নিজ বাড়ীতে দাফন দেয়া হয়েছে। সাংবাদিক এনামুল হকের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দুলাল, সাবেক সভাপতি এম, এ মোতালেব, মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান ও সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী ও অন্যান্য নেতৃবৃন্দসহ সকল সদস্যরা।