আবু হোসাইন সমুন, মোংলা : মোংলার সুন্দরবনের জোংড়া খাল এলাকায় কোস্ট গার্ড ও বনদস্যু মোশারেফ বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সংগঠিত বন্দুর যুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পরাস্ত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযানকারীরা বাহিনীর এক সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বনদস্যু মোশারেফ বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) জোংড়া খালে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের হাড়বাড়িয়া ষ্টেশনের সদস্যরা। অভিযানকারীরা ওই খালের মধ্যে প্রবেশ করা মাত্রই দস্যুরা গুলি ছুড়তে থাকলে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয়রে মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পালিয়ে যাওয়ার সময় বাহিনীর সদস্য খোকন শেখ (২৮) কে ৩টি পাইপগান ও ২০ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। আটক বনদস্যু খোকন খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের আবুল হোসেন শেখের ছেলে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক দস্যুকে বিকেলেই মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথম মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।