সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপালে সারা দেশের মতো আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নতুন বছর বরণ করা হচ্ছে। এ উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্যে রয়েছে, মঙ্গল শোভাযাত্রা, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানা আয়োজন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের নেতৃত্বে সকাল ৮টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ষবরন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গানে-সুরে বর্ষবরন এবং পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, প্রানিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইলিয়াছুর রহমান, নাসির উদ্দিন, ছাত্রলীগ সেক্রেটারি শেখ সাদী সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে বিকাল ৪ টায় উপজেলা চত্তরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুরুপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বর্ষবরন অনুষ্ঠান পালিত হয়েছে।