সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার দাকোপা গ্রামের আঃ হাই শেখ এর পুত্র রিপন শেখ (২৫) এবং বড়কাটালী গ্রামের মৃত করিম হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার (৬০)। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনসার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকাল ৫ টায় উপজেলার বড়কাটালী গ্রাম থেকে মোসলেম হাওলাদারকে আটক করে। গ্রেফতারকৃত মোসলেম হাওলাদারের বিরুদ্ধে শরনখোলা থানার মামলা নং- ৮,তারিখ ৭/৩/২০১৭ মানব পাচার মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও দুটি মানব পাচার মামলা রয়েছে এবং সে আন্তঃদেশীয় নারী পাচারকারী দলের প্রধান বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে উপজেলার দাকোপা গ্রাম থেকে শনিবার গভীর রাতে রিপন শেখ (২৫) নামের এক ব্যাক্তিকে পুলিশ আটক করেছে। সে ফকিরহাট থানার জিআর ৭৯/১৫ নং একটি হত্যা মামলার আসামী। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।