গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার জিটি স্কুলের সামনে মঙ্গলবার সন্ধায় বাস ও মটরসাইকেলের সংঘর্ষে ফরহাদ শেখ (৩০) নামে এক ব্যক্তি নিহত ও সাহিনুজ্জামান (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ঢাকা থেকে টুঙ্গীপাড়া গামী গোল্ডেন লাইন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর পর আহতদের কে উদ্ধার করে টুঙ্গীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার ফরহাদ শেখ (৩০) কে মৃত ঘোষণা করেন এবং পা বিচ্ছিন্ন সাহিনুজ্জামান (৩২) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ফরহাদ শেখ (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে এবং পা বিচ্ছিন্ন সাহিনুজ্জামান (৩২) নড়াইল জেলার ধলইতলা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে। খোজ নিয়ে জানা গেছে বর্তমানে সাহিনুজ্জামানের অবস্থা ও আশংকা জনক।