মোংলা প্রতিনিধি : মোংলার আখি সিনেমা হল এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান। ঈদের দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনে পুড়ে যায় একটি চায়ের দোকান, একটি ফার্নিচার ও একটি ডেকারেশনের দোকান। তবে অগ্নিকান্ডের সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: রবিউল ইসলাম। রবিবার সকালে ক্ষতিগ্রস্থ দোকান এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম।