আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার সিঙ্গাপুর ও বন্দর হোটেল সংলগ্ন এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযান চলাকালে ৪ ডাকাত পালিয়ে যায়। আটক ডাকাত দলের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি চাপাটি ও কাটার উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদেরকে নিয়ে অভিযানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, পৌর শহরের শেখ আব্দুল হাই সড়কে অবস্থিত সিঙ্গাপুর ও বন্দর আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে আন্ত;জেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য মো: আ: মালেক, বাবুল হোসেন, মো: বাবুল, শহীদ ও ফখরুল আটক হলেও তাদের সঙ্গে থাকা অপর ৪ ডাকাত পালিয়ে যায়। আটককৃতরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে পৌর শহরের বড় একটি মার্কেটে ডাকাতির প্রস্তুতির কথা স্বাীকার করেছেন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এছাড়াও বিভিন্নস্থানে ডাকাতি সংগঠিত করার কথাও তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, শহরের একটি বড় মার্কেটে এ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরেসহ চক্রের অপর সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযান ও তদন্তের স্বার্থে আটককৃতদের পুরো নাম পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে পুলিশ।