সেলিম হায়দার, তালা : স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসারে কাযালয়ে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্ব সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,এসময় উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হাদিউজ্জামান,সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার নাছরিন জাহান,উপজেলা একাডেমী সুপারভাইজার পলাশ কুমার দাস,তালা পেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ারসহ তালার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।