বটিয়াঘাটা প্রতিনিধি : আন্তর্জাতিক স্বাক্ষরাতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শনিবার বটিয়াঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়। ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বটিয়াঘাটা মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, সাংবাদিক এসএম ফরিদ রানা, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সহকারী শিক্ষা অফিসার পরিতোষ কুমার, রেক্্েরানা আক্তার, কনক রানী, মো: শাহজাহান, শিক্ষক দিপালী রানী, রোমানা শারমিন, শাহিনা খাতুন, বিথিকা রানী, আনন্দো মোহন, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান প্রমুখ। সভার পূর্বে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।