ঝালকাঠি প্রতিনিধি : বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে বিশ্ব মানবতাবাদী সংগঠনের সাথে কথা বললে রহিঙ্গাদের জন্য কাজ হবে। ষড়যন্ত্র পরিহার করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী যে সব কাজ করছেন তাতে সহযোগিতা করতেও খালেদা জিয়াকে আহবান করেন শিল্পমন্ত্রী।
বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা নিয়ে আজকে মিছল মিটিংয়ের কোন বিষয় নেই, বরং রোহিঙ্গাদের সাহায্য সযোগিতার বিষয়। সরকারের মাধ্যমে রোহিঙ্গাদের সহযোগিতায় রাজনৈতিক ও দলমত নির্বিশেষে সবাইকে সহযেগিতা করতেও এগিয়ে আসতে বলেন মন্ত্রী।
শনিবার দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির আয়োজনে দুই দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সনাক সভাপতি অধ্যাপক লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।