আবু হোসাইন সুমন, মোংলা :পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। কোচিংয়ে পড়তে আসা ওই শিক্ষার্থীকে নানাভাবে যৌন হয়রানি করে রামপালের ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মোসহাব। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) মোসহাবের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর পিতা মো: সাইদুল স্কুল ম্যানেজিং কমিটির কাছে বিচার চেয়ে সোমবার সকালে লিখিত অভিযোগ করেছেন। স্কুল কমিটির সভাপতি সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ বলেন, এ ঘটনায় সোমবার অভিভাবকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে জরুরি মিটিং ডাকা হয়। দু’একদিনের মধ্যে এর কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঞ্চুপদ বিশ্বাস বলেন, অভিযুক্ত শিক্ষক শেখ মোসহাবের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় শিক্ষক মোসহাবের সাথে যোগাযোগের (মোবাইল ফোনে) চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি (ফোন বন্ধ পাওয়া যায়)।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ এবং নানা গুঞ্জন চলছে।