আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় এক নববধুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের অরুন মন্ডলের (৫০) মেয়ে মৈত্রি ওরফে টুকিকে (১৮) গত ৩মাস আগে বিয়ে দেন চাদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার বিকাশ সেনের ছেলে হিরক সেনের সাথে। বিয়ের আগে ও পরে টুকিকে মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের শহিদ হাজারীর ছেলে সোলাইমান উত্যক্ত করে আসছিল। উত্যত্তের জের ধরেই সোলাইমান গত সোমবার পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বড় ব্রিজের উপর থেকে টুকিকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। টুকির পিতা অরুন বলেন, সোমবার সকালে জামাই হিরক ঘর থেকে বাহিরে গেলে টুকি কেনাকাটার জন্য শহরের বাজারে যায়। সেখান থেকে ফেরার পথেই তাকে অপহরণ করে নিয়ে যায় সোলাইমান। এ ঘটনায় সোলাইমান ও তার পিতা শহিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের উভয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মোংলা থানার এসআই আকরাম হোসেন বলেন, এ ঘটনায় অপহৃতের পিতা অরুন থানায় একটি অভিযোগ দিয়েছে, আমরা অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে আটকে চেষ্টা করছি।