আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় চিংড়ি ঘের থেকে আঃ করিম ফকির (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়ার বালুর মোড় এলাকার একটি চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে।
মোংলা থানার এস,আই মো: আহাদ আহম্মেদ জানান, সোমবার সকালে স্থানীয় (চিলা ইউপি) ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেনের দেয়া খবরে ওই চিংড়ি ঘের থেকে করিম ফকিরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃগী রোগে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, করিম ফকির অন্যান্য দিনের মত ওই চিংড়ি ঘেরে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। পরে ঘেরে মাছ ধরারত অবস্থায় মৃগী রোগে আক্রান্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়। মাছ ধরে ফিরতে দেরি হওয়ায় ওই ঘেরের অন্যান্য লোকজন তাকে খুজতে গিয়ে পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় ইউপি মেম্বর কৌশিক মৌলিক কানু বলেন, করিম ফকির টাকার (কেজি প্রতি) বিনিময়ে বিভিন্ন ঘের থেকে মাছ ধরে সেই সব ঘের মালিক/মহাজনদের দিতেন। তার মৃগী রোগ থাকায় এর আগেও বিভিন্ন জায়গা তিনি আক্রান্তও হয়েছিলেন।
এদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চললে বলে জানিয়েছে পুলিশ।