আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই হাসান গুচ্ছগ্রামের বাসিন্দা নার্গিসের ঘরে আসা-যাওয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, কানাইনগর এলাকার জনৈক হাশেমের ছেলে মো: হাসান (৩০) কে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কানাইনগর গুচ্ছগ্রামের (আবাসন) বাসিন্দা নার্গিস বেগমের (২৮) ঘর থেকে আটক করে পুলিশের এএসআই মো:রুহুল। স্থানীয় ইউপি মেম্বর মো; সেলিম বলেন, রাতে হাসানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছেই শুনেছি অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ নার্গিসের ঘর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে আটক হাসানের পিতা হাশেম বলেন, তার ছেলে রাতে চিংড়ি ঘেরে ছিলো, সেখান থেকে পুলিশ তাকে আটক করলেও ছেড়ে দেবে বলে পুলিশের সাথে তার কথা হয়েছে। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক হাসানের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।