মহিদুল ইসলাম, শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে পড়ে সোহেল রানা তালুকদার (৩৭) নামের এক বনরক্ষী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে টহলকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বনরক্ষী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মহুরীপাড়া গ্রামের এস এম আ. হামিদ তালুকদারের ছেলে। তার বনপ্রহরী নম্বর ৫৭।
বুধবার বেলা ১১টার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে। পূর্ব বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীনসহ কোস্টগার্ড ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এঘটনায় বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান মোল্লা শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
বগী স্টেশন কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে সোহল রানাসহ চার বনরক্ষী বগী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দুরে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা একটি ফিশিং বোটকে তারা থামানোর নির্দেশ দেয়। এসময় সোহেল রানা তাদের টহল বোটের পাশে গেলে পা ফসকে নদীতে পড়ে তলিয়ে যায়।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও বনকর্মীদের বলেশ্বর নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে।