তাপস কুমার বিশ্বাস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ থকেইে মনোনয়ন পলেনে মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানকিভাবে চিঠি দেয়া শুরু করছেে আওয়ামী লীগ। আজ রববিার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে হয়েছে খুলনা-৫ আসন থকেে মনোনয়ন পেয়েছেন নারায়ন চন্দ্র চন্দ। একাদশ জাতীয় সংসদ নর্বিাচনে খুলনা-৫ থকেইে মনোনয়ন পলেনে মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। চূড়ান্ত র্প্রাথীদরে আনুষ্ঠানকিভাবে চঠিি দয়ো শুরু করছেে আওয়ামী লীগ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে পুণঃরায় দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এবং তার দীর্ঘায়ু কামনা করে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা শেখ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসলাম খান, রবিউল ইসলাম মন্টু, শেখ আশরাফ হোসেন, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, সরদার আলাউদ্দিন, হেদায়েত হোসেন লিটু, শাহাদাৎ হোসেন, সাহিদুল ইসলাম মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, রবিন বসু, নূর হোসেন অঞ্জন, আশরাফুল আলম মোড়ল, মঈনুল ইসলাম নয়নসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবললীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।