বিনোদন ডেস্ক : নতুন ছবির কাজ চলতি বছর এখনো শুরু করেননি তিনি। মাঝে শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ ছবির কিছু কাজ বাকি ছিল, তা সম্প্রতি শেষ করেছেন। তবে আর দু’দিন পরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। বলা হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর কথা। তিনি জানান, তার নতুন ছবির নাম ‘পাসওয়ার্ড’। এ ছবিতে অনেক চমক থাকবে। বিশেষ করে অ্যাকশন কন্যা রূপে দর্শকরা এবার তাকে বড় পর্দায় দেখতে পাবেন। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন দর্শকপ্রিয় নির্মাতা মালেক আফসারী। এরইমধ্যে বুবলী অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামের সাতটি ছবি মুক্তি পেয়েছে। সামনে ‘একটু প্রেম দরকার’ নামের ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে শাকিব খান তার বিপরীতে অভিনয় করেছেন। মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবিটি প্রযোজনা করছে শাকিবের এসকে ফিল্মস। এ ছবিতেও শাকিবের বিপরীতে বুবলী অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির বাইরে ‘বসগিরি টু’ ছবি নিয়েও কথা চলছে বুবলীর। তবে এখনো কাগজে কলমে এ ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। ‘পাসওয়ার্ড’ ছবির পর নতুন ছবির খবর জানাতে চান এই তারকা।