আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারত এক হয়ে বাঁচবে, এক হয়ে লড়বে এবং এক হয়েই জিতবে।’ গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপির কর্মীদের এমন বার্তা দিলেন নরেন্দ্র মোদি। এ সময় মোদি বলেন, ‘আমাদের সব ক্ষেত্রেই কর্মঠ হতে হবে। যাঁরা ভারতের সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁদের প্রতি ভারতবাসী কৃতজ্ঞ। তাঁরা আছেন বলেই আজ ভারত নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে। তাই ভারতবাসীকে আজ এটা সুনিশ্চিত করতে হবে যে এমন কিছু যাতে না ঘটে, যেন তাঁদের মনোবল ভেঙে যায় বা শত্রুরা আমাদের দিকে আঙুল তুলতে পারে।’ মোদি দাবি করেন, ‘শত্রুরা আমাদের নড়বড়ে করতে চাইছে বলেই সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে। এসব হামলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের উন্নয়নকে বাধা দেওয়া। আজ ভারতবাসীকে পাথরের মতো জোটবদ্ধ হতে শক্তি অর্জন করে সন্ত্রাসবাদ দমন করতে হবে।’ ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখন দেশের মানসিকতা অন্য স্তরে রয়েছে। ভারতের বীর জওয়ানরা সীমান্ত পেরিয়ে নিজেদের সাহসিকতা দেখিয়েছেন। আজ সারা দেশ এক হয়ে জওয়ানদের পাশে রয়েছে। সারা বিশ্ব আজ ভারতের একতা দেখছে।’ মোদি আরো বলেন, ‘পুরো ভারত আজ পাকিস্তানি সেনাদের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনের পাশে রয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুরা ভারতের পরিস্থিতিকে অস্থির করার যতই চেষ্টা করুক, ভারতের গতি স্তব্ধ হবে না। ভারত এগিয়ে যাবেই।’