বিনোদন ডেস্ক :
‘হেট স্টোরি’ ছবিতে আবেদনময়ী রুপে হাজির হয়ে সবার নজর কাড়েন উর্বশি রাউতেলা। তার আগেও ‘সানামরে’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে এবার ফের নিজের শরিরী জাদু ছড়াবেন এ নায়িকা। এরইমধ্যে নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। নাম ‘পাগলপান্তি’। এটি পরিচালনা করছেন আনিজ বাজমি। আর এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় হাজির হবেন তিনি। এখানে একজন আধুনিক তরুনির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে উর্বিশিকে।
ছবির কয়েকটি দৃশ্যে বিকিনিতেও দেখা যাবে তাকে। এর বাইরে পুরো ছবিতেই খোলামেলা রুপে দেখা মিলবে এ নায়িকার। ছবিতে উর্বিশি ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, জন আব্রাহাম, পুলকিত স¤্রাট, ইলিয়ান ডি ক্রুজ প্রমুখ। সম্প্রতি এ ছবির শুটিংয়ের একটি বিকিনি পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উর্বশি লিখেছেন, কেমন লাগছে আমাকে? সেই ছবির বিপরীতে অনেকেই প্রশংসা করেছেন এ নায়িকার। আবার অনেকে বলেছেন, উর্বশি বিকিনি পড়তেই পারেন, কারণ তার শরীর এ পোশাকের জন্য সঠিক। অনেকে আবার সমালোচনাও করেছেন।