বিনোদন ডেস্ক : সম্প্রতি দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল হলিউডে তার স্বপ্নের অভিনেতা কে? দীপিকা সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন- লিওনার্দো ডি ক্যাপ্রিও। লিও’র সঙ্গে অভিনয় করতে চান তিনি। তাকে নিয়ে ফিরে যেতে চান টাইটানিক ছবি নির্মাণের সময়কালে এবং কেটের জায়গায় নিজেকে দেখতে চান এই বলিউড সুন্দরী। মোদ্দাকথা টাইটানিকের নায়িকা হিসেবে নিজেকে ভাবতে চান তিনি। এছাড়াও দীপিকা ম্যাক্সিকো ভ্রমণের স্বপ্ন দেখেন যেখানে তার গাইড হিসেবে থাকবেন প্রিন্সেস ডায়না। ডায়নাকে নিয়ে তিনি ভারতে যেতে চান এবং তাকে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য দেখাতে চান। যদিও দীপিকার এসব স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে নিজের নতুন ছবি ‘ছাপাক’ নিয়ে তিনি যে স্বপ্ন দেখছেন তা নিশ্চয়ই পূরণ হবে।
বলিউডের জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাডুকোন অন্যতম। গেলো নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। ‘ছাপাক’ নামের একটি ছবি আছে মুক্তির তালিকায়। ছবিতে অ্যাসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। দীপিকা ছবিটি নিয়ে বেশ আশাবাদী। বিয়ের পর থিতু হতে খানিকটা সময় নিয়ে দীপিকা তার চেনা গন্ডিতে ফিরতে শুরু করেছেন। আর ইদানিংকালে দীপিকা মানে তো শুধু বলিউড না। হলিউডের কথাও মাথায় রাখতে হয় তাকে। আরি বলিউড-হলিউডের মধ্যে খুব একটা পার্থক্য দেখেন না দীপিকা। কারণ দু জায়গাতেই তার কাজ একই- অভিনয়।