বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমীর হাত ধরে কাজ শুরু করেন আর বি প্রীতম। এরপর ‘আমি ভিলেন হতে চাই’, ‘কেউ জানে না’, ‘সরকারি কর্মকর্তা’, ‘অতঃপর জয়ী’, ‘টুনাটুনির গল্প’, ‘ডেঞ্জারম্যান’, ‘হাইওয়ে’, ‘ট্রিপ টিন’সহ বেশকিছু নাটক পরিচালনার পর দর্শকপ্রিয়তা পান তিনি। এ ছাড়া আইফ্লিক্সের জন্য ‘ভয়’, ‘তিলোত্তমা ঢাকা’, ‘ডব্লিউ টি এফ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেও খ্যাতি পান আর বি প্রীতম। চলচ্চিত্র পরিচালনা নিয়ে তিনি বলেন, বর্তমানে ‘রানআউট’-এর সঙ্গে কাজ করছি। আমি কোনো কিছু বানানোর আগে নিজে বিশ্বাস করতে ট্রাই করি। তাই দর্শকের আগে গল্পটা আমার কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। এজন্য একটু সময় নিচ্ছি। শিগগিরই চলচ্চিত্রের কাজ শুরু করবো।