বিনোদন ডেস্ক : তরুণ শিল্পী আরমান আলিফের কণ্ঠে সঙ্গীত পরিচালক এস কে সমীরের সুর ও সংগীতে আসছে ‘পাগলামি।’ রোমান্টিক ধারার সফট মলোডি গানটি বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাড বক্সের নিজস্ব ইউটিউব চ্যানেল।
গীতিকার নীহার আহমেদের লেখা গানটির কাজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সমীর। এখন মিউজিক ভিডিও নির্মাণ পর্ব চলছে জানিয়ে তিনি বলনে, এ যাবত আরমান আলিফের গাওয়া গানগুলো থেকে এটি সম্পূর্ণই ভিন্ন।‘পাগলামি’য় শ্রোতারা নতুন এক আরমানকে আবিষ্কার করবেন।আরমান আলিফ জানান, বছরের শুরুতে এস কে সমীর ভাইয়ের সঙ্গে শাওন হোসেন রাজুর লেখা ‘অহংকার’ গানটি করি। সেটি শ্রোতারা প্রবল ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন। এবার ‘ঘাস গালিচা’য় সমীর ভাই আমাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। আমার বিশ্বাস শ্রোতারা মুগ্ধ হবেন।