আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত হয়েছে ১১জন। আহত হয়েছে আরও ৩৪জন। স্থানীয় সময় রবিবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনায় হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টার।
বাসটি রাজধানী কুয়ালালামপুরের অদূরবর্তী শহর নিলাই থেকে এয়ারপোর্ট যাচ্ছিল। পথে বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশীসহ ৯ জন কর্মী নিহত হয়। পরে সেরদাং হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন মারা যায়।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান এসিপি জুলকিফলি জানান, নিলাই শহরের হোস্টেল থেকে বাসে কুয়ালালামপুর এয়ারপোর্ট যাচ্ছিলেন তারা। পথে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশীসহ ৯ কর্মী নিহত হন। পরে সেরদাং হাসপাতালে মারা যান আরো দুইজন। তারা সবাই বিমানবন্দরটির মাসকার্গোর কর্মী। যাদের মধ্যে আটজনই বিদেশি কর্মী। আহত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে বাসে মোট ৫৬ জন শ্রমিক ছিল। ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ প্রধান আরও জানান, মাসকার্গোতে কর্মরত এয়ারপোর্টগামী এসব কর্মীদের থাকার হোস্টেল ছিলো নিলাই।