ঢাকা অফিস : জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউ’র লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে।
৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। নিয়মিতভাবে তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে।
১৯৫৩ সালের ১৯শে নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম। বাবার চাকরি সূত্রে তার শৈশব কেটেছে চা বাগানে।
দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। বেতার থেকে টেলিভিশন, তার পর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে তাঁর যাত্রা হয় ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবির মধ্য দিয়ে। প্লেব্যাক শিল্পী হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পেয়েছেন সুবীর নন্দী।