ঢাকা অফিস : নন্দিত অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহ আহমেদ। তাঁর নামাজে জানাজা উত্তরখানের বাসার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
হঠাৎ শরীর বেশি খারাপ হওয়ায় সপ্তাহ খানেক আগে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্য হয় ৮৩ বছর বয়সী এই অভিনেতার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। বগুড়ার সারিয়াকান্দিতে জন্ম এই অভিনেতার। চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে প্রশংসিত হয় তাঁর অভিনয়। ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে শুরু হয় তার পদচারনা। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।