আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড় কেনেথ-এর তাণ্ডবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় কেনেথ।
সরকারি কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে ২০ হাজার মানুষ স্কুল, গির্জাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। কেনেথের প্রভাবে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে। তবে বাতাসের গতিবেগ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, বৈরি আবহাওয়ার কারণে ত্রাণ কার্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ।
গত মাসে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডাই আঘাতে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবীতে অন্তত নয়শ মানুষের মৃত্যু হয়।