আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন পদত্যাগ করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আগামী ১১ই মে থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো ছিল না।
এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন ট্রাম্প। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হাতে নিয়োগ পেয়েছিলেন রড রোজেনস্টেইন। গতমাসে উইলিয়াম বারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়ার পরই রোজেনস্টেইন পদত্যাগের বিষয়টি ধারণা করা হচ্ছিল।