আন্তর্জাতিক ডেস্ক : ধারণার চেয়েও দ্রুত হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতার ফলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলার হার বেড়ে যাওয়ায়, বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
আগের আশঙ্কা ছিল, জলবায়ু পরিবর্তনের ফলে এই শতাব্দীতেই সাগরের পানির উচ্চতা এক মিটার পর্যন্ত বাড়তে পারে। কিন্তু নতুন গবেষণায় ধারণা করা হচ্ছে- পানির উচ্চতা দুই মিটার পর্যন্ত বাড়তে পারে।
ফলে এই শতাব্দীর শেষ নাগান সমুদ্রের পানির উচ্চতা ৫২ থেকে ৯৮ সেন্টিমিটার পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলগুলো পানিতে তলিয়ে যাবে। গৃহহীন হতে পারে বিভিন্ন দেশের কয়েক কোটি মানুষ। কার্বন নিঃসরণ বৃদ্ধি ও বন উজাড়ের কারণে এমন বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।