আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে নরেন্দ্র মোদি। হিন্দু জাতীয়তাবাদী এই রাজনীতিক শুরু থেকেই জয়ের বিষয়ে ছিলেন আত্মবিশ্বাসী।
নরেন্দ্র দামোদরদাস মোদি। ১৯৫০ সালে গুজরাট রাজ্যের ঘাঞ্চি তেলী সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছয় ভাইবোনের মধ্যে তৃতীয় মোদি বড়নগর রেলস্টেশনে চা বিক্রি করতে বাবাকে সাহায্য করতেন।
আট বছর বয়সে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ- আরএসএসের লক্ষ্মণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। তিনিই মোদির রাজনৈতিক গুরু।
১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে আরএসএসে যোগ দেন মোদি। পঁচাত্তরে সাবেক প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী দেশটিতে জরুরি অবস্থা জারি করে বিরোধীদের জেলে ঢুকালে দিল্লি থেকে গুজরাটে ফেরেন মোদি। ১৯৮৭ তে তিনি বিজেপির গুজরাট ইউনিটের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। এর মধ্য দিয়েই মূলধারার রাজনীতিতে প্রবেশ তার।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন মোদি। ২০০২ সালে হিন্দু-মুসলমান দাঙ্গার সময় হিন্দু দাঙ্গাবাজদের উসকে দেন মোদি। এতে অন্তত তিন হাজার মুসলমানকে হত্যার ষড়যন্ত্রে মোদির নাম আসে।
গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী মোদি। এরপর ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-বিজেপি থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। নানা বিতর্কের জন্ম দিয়েও এবারও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন মোদি।
হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনীতিক মোদি ছোটবেলা থেকেই ধর্ম পালন করেন। নির্বাচনের ফল ঘোষণার আগেও বসেছিলেন ধ্যানে।