বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে এক নাবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ পৌরসভার পুরাতন ফেরীঘাট সংলগ্ন পানগুছি নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নবজাতকের মরদেহ নদীতে ভাসছে এমন খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতলাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে। আমরা তদন্ত করে দেখব আসলে শিশুটি কে বা কারা ফেলে দিয়েছে।