আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হামলার পরিকল্পনা করার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার আশিকুল আলম নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।
এফবিআই ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গোয়েন্দারা জানিয়েছেন, আশিকুল টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলো। তারপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। ছদ্মবেশী এক গোয়েন্দার সাথে অস্ত্র কেনা নিয়ে কথা বলেন তিনি। অস্ত্র কিনতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তিনি নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের রাজনীতিবিদদের ওপর হামলাও চালাতে চেয়েছিলেন। শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে।