বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পারিবারিক কলহের জেরে লক্ষিকান্ত সাহা (৭৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ী বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতের কোন একসময় শহরের মুনিগঞ্জস্থ খাদ্য গুদামের দুই ভবনের মাঝের ফাকা গলিতে বিষপানে আত্মহত্যা করেন এই বৃদ্ধ। লক্ষিকান্ত সাহা বাগেরহাট বাজারের কচুয়া পট্টী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে পুলিশ লক্ষিকান্ত সাহার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, লক্ষিকান্তের দুই স্ত্রী থাকায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় ক্ষোভে বিষপান করে সে আত্মহত্যা করতে পারে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, লক্ষিকান্ত সাহার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার আসল রহস্য পাওয়া যাবে।