নিজস্ব প্রতিনিধি : আকষ্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা তালার ৫ শ’পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে মোট ১০ মে:টন চাউল বরাদ্দ দিয়েছেন সরকার। বুধবার সকালে তালা উপজেলায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ঐ চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত।
বৃহস্পতিবার সকালে সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন প্রধান অতিথি হিসেবে,খলিলনগর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঐ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিাদা পাভীন পাঁপড়ি,উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আরিফ। উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আ: রাজ্জাক,আবু বক্কর সিদ্দিকী,মেহেদী হাসান,প্রকাশ দালাল,মোজাম আলী শেখ,ইউপি সচিব জাহাঙ্গীর আলম প্রমূখ।
প্রসঙ্গত,গত ১৫ জুলাই বিকেলে আকষ্মিক ঝড়ে তালা উপজেলার ৬টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে অন্তত ১০ টি শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠান,২ শতাধিক গাছ ও অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।