আন্তর্জাতিক : মর্তের মানুষের কাছে বরাবরই চির বিস্ময়ের ছিলো চাঁদ। সেই বিস্ময় জগতে প্রথমবারের মত সফল অভিযান আজও মানবজাতির কাছে আরেক বিস্ময়। চন্দ্রাভিযানের ৫০ বছর পূর্তি হচ্ছে আজ।
১৯৬৯ সালের ১৬ই জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘স্যাটার্ন ৫’ রকেটে চেপে মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদের অভিমুখে যাত্রা করে। ঐতিহাসিক সেই অভিযানে অংশ নেন- তিন মহাকাশচারী নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং অ্যাডুইন অল্ড্রিন জুনিয়র।
চারদিন পর ২০শে জুলাই কক্ষপথ প্রদক্ষিণ করে চাঁদের মাটিতে নামেন তিন মহাকাশচারী। প্রথমে পা রাখেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। এরপর এডুইন অলড্রিন। সবশেষে নামেন অ্যাপোলো-১১ এর চালক মাইকেল কলিন্স।
৫০ বছর আগেই চাঁদে পা রাখার দৃশ্যটি সরাসরি টেলিভিশনে দেখেন বিশ্বের কোটি কোটি মানুষ। চাঁদে পা রেখে আর্মস্ট্রং বলেছিলেন, ‘মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবজাতির বিশাল অর্জন’।
চাঁদে অভিযানের অর্ধশত বছরে নীল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট স্মিথসোনিয়ন’স এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে প্রদর্শন করা হয়। চন্দ্রজয়ের মাধ্যমে তিন নভোচারী বদলে দিয়েছিলেন মানবসভ্যতার ইতিহাস।