আন্তর্জাতিক : আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার একটি সামরিক বিমানকে সতর্ক করতে গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী অভিযোগ করে, মঙ্গলাবার সকালে রাশিয়ার সামরিক বিমানটি জাপান সাগরের ওপরে দুইবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বিমানটিকে সতর্ক করতেই গুলি ছোড়ে সিউলের প্রতিরক্ষাবাহিনী।
এরপরই রুশ বিমানটি ফিরে যায় বলে জানায় তারা। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ ধরনের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি রাশিয়া।