আন্তর্জাতিক : ভারতে লোকসভার পর এবার রাজ্যসভাতেও ঐতিহাসিক তিন তালাক বিল পাশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার রাজ্যসভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি পুনর্বিবেচনার বিপক্ষে ভোট দেন ৯৯ জন সাংসদ। এর পক্ষে রায় দেন ৮৪ জন সংসদ সদস্য।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পরই বিলটি আইনে পরিণত হবে। ভারতীয় গণমাধ্যম জানায়, আইন কার্যকরের প্রাথমিক পর্যায়ে এই প্রথা ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে স্ত্রীকে তিন তালাক দিলে মুসলিম পুরুষদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিলটি পাশের পর এক টুইট বার্তায়, ঐতিহাসিক ভুল সংশোধন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর হয়ে সমঅধিকার প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হয়েছে বলেও জানান তিনি। গেল সপ্তাহে লোকসভায় ৩০৩ ভোটে তিন তালাক বিলটি পাশ হয়।